ওয়েব ডেস্ক: ‘এভারগ্রিন বলিউড কুইন’ রেখা(Evergreen Bollywood Quen) তার ফ্যাশন স্টাইল এবং নান্দনিকতার জন্য সাম্প্রতিককালে সংবাদের শিরোনামে রয়েছেন। সম্প্রতি তিনি বিভিন্ন অনুষ্ঠানে সাদা পোশাকে এক আকর্ষণীয় ফ্যাশন লুকে সকলকে চমকে দিচ্ছেন। ৭০ পেরিয়ে যাওয়া রেখা তার কেরিয়ারে প্রায় দেড়শর বেশি ছবি করেছেন।
তিনি যে বলিউডের চিরন্তন ফ্যাশন আইকন(Fashion Icon) অর্থাৎ একজন ফ্যাশন কিংবদন্তি তা প্রতি মুহূর্তে প্রমাণ করে চলেছেন। সাদা মার্জিত পোশাকে সকলের দৃষ্টি আকর্ষণ করেছিলেন অভিনেত্রী। শুধু তাই নয় ছড়িয়ে দিয়েছিলেন আত্মবিশ্বাস। তৈরি করেছিলেন সাদা রাজহাঁসের নান্দনিকতা।
অবিসংবাদিত এই বলিউড কুইন এর ব্যক্তিগত জীবন নিয়েও তার অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। তা যেমন রঙিন এবং নাটকীয়ও বটে। সত্তর বছর বয়সেও তাকে নিয়ে বালিপাড়া নানান গুঞ্জন শোনা যায়। তাকে নিয়ে অনেক অজানা ঘটনা বিভিন্ন সময় বলিউডের অনেকেই শুনিয়েছেন। এবার জনপ্রিয় বলিউড খলনায়ক রঞ্জিতের(Villain Ranjit) মুখে শোনা গেল রেখাকে নিয়ে এক অজানা কাহিনী।
আরও পড়ুন:বিচ্ছেদ নয়;তেজস্বী-করণ চার হাত এক হতে চলেছে!
বলিউডে একই ধরনের চরিত্রে অভিনয় করতে করতে রঞ্জিত প্রায় বিরক্ত হয়ে গিয়েছিলেন। সিদ্ধান্ত নিয়েছিলেন কিছুদিনের বিরতি নেওয়ার। আর ভেবেছিলেন নিজেই এবার ছবি পরিচালনা-কাজে হাত পাকাবেন। এবং নিজের মনের মত চরিত্রে অভিনয় করবেন। পরিকল্পনামাফিক একটি ছবিতে রেখাকে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন রঞ্জিত। কিন্তু রেখার খেয়ালখুশি বদমেজাজি স্বভাবের জন্য নাকি সেই টাকা ফেরত(Return back Advance) নিয়ে নিজের ছবি থেকে রেখাকে বাদ দিয়েছিলেন তিনি।
রেখার সঙ্গে আমার বন্ধুর সম্পর্ক ছিল কিন্তু আমি জানতে পেরেছিলাম একই সঙ্গে আরেকটি ছবিতে কাজ করার জন্য পারিশ্রমিক অনেক কম নিয়েছিলেন রেখা। শুধু তাই নয় রেখা নিজের খেয়ালখুশি মতন কাজ করতেন। যেমন ধরুন বিকেলে গানের শ্যুট করা হবে উনি বলছেন সকালে করতে হবে। রাতে শুট করবো না। আউটডোরে গেলে বিকেল মেলার মধ্যে মুম্বইয়ের ফিরতে হবে… এই ধরনের নানান রকম বায়না। ইচ্ছে করে প্রযোজকদের নিজের ঘরের বাইরে অনেকক্ষণ দাঁড় করিয়ে রাখত। অকারণে অপেক্ষা করাতো। সেই সময় অবশ্য আমি তো আব বচ্চনের সঙ্গে সম্পর্কের
টানাপোড়েন চলছিল। পরে অবশ্য দুজনের সম্পর্ক কিছুটা স্বাভাবিক হয়। আমি পড়ে গিয়েছিলাম মাঝখানে। তাই একদিন সোজা গিয়ে রেখাকে দেওয়া টাকা ওর থেকে ফেরত দিয়ে স্পষ্ট জানিয়ে দিলাম। আমার ছবিতে ওকে নিয়ে কাজ করা সম্ভব ছিল না।